ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে এম এ কাশেম সংবর্ধিত

লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে এম এ কাশেম সংবর্ধিত

22906520_341345786338166_1543421078_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উদ্যোগে ২৭ অক্টোবর আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। এতে লোহাগাড়া মা-মনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাশেমসহ ৫ জনকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অন্যান্যরা হলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, এডভোকেট রাখাল চন্দ্র বড়–য়া, রনধীর বড়–য়া ও জয়দত্ত বড়–য়া।

বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকালে বিশ্ব শান্তি কামনায় পরিত্রাণ পাঠ, মঙ্গল প্রদীপ সহকারে প্রভাতফেরী ও জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়। দ্বিতীয় পর্বে ভদন্ত লোকানন্দ মহাথের দানোৎসব উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক শ্যামল মিত্র বড়–য়া।

22879175_341345686338176_1729405474_o
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অন্যতম প্রতিষ্ঠাতা সুজিত বড়–য়া কাজল ও সুগত সেবক বড়–য়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান ধর্মদেশক কথা সাহিত্যিক শ্রীমৎ দীপঙ্কর থের, সদ্ধর্মদেশক রতœানন্দ থের, তাপস জ্যোতি ভিক্ষু, প্রিয়জিৎ ভিক্ষু, মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, এম. এ. কাশেম, বিতান বিকাশ বড়–য়া, মাষ্টার গোপাল কান্তি বড়–য়া, মাষ্টার দিপু বড়–য়া, তুষার বড়–য়া প্রমুখ।

বক্তারা মানব কল্যাণে বৌদ্ধ বাণীর গুরত্বের আলোকে জীবন গড়তে উপস্থিত দায়ক-দায়িকাদের প্রতি আহবান জানান। দান সভায় দায়ক-দায়িকা, বৌদ্ধ নর-নারী, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!