এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক পরিবারের ৫টি গরু চুরি হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার উত্তর আধুনগর আকবর পাড়ায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া ৫টি গরুর মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ফজলুল হক।
তিনি জানান, রাতে গরুগুলো গোয়ালঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙ্গে গরু ৫টি নিয়ে যায় চোরেরা। ভোরে গোয়ালঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৩টি ষাঁড়, ১টি গাভি ও ১টি বাচুর।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মোঃ বেলাল হোসাইন জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।