
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৩ হাজার পিস ইয়াবাসহ মোকতার হোসেন (২২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল।
গ্রেপ্তার মোকতার হোসেন কক্সবাজারের টেকনাফ থানার সারবাং সিকদার পাড়ার মৃত জাফর আলমের পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে মোকতার হোসেনের কাছ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বুধবার (৬ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।