
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকায় টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জব্দ করা হয় সাড়ে ৫ হাজার ঘনফুট বালু। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবিব জিতু।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় আদেল চৌধুরী নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সাড়ে ৫ হাজার ঘনফুট বালু স্পট নিলামে ১৫ হাজার ১শ টাকায় বিক্রি করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরীসহ পুলিশের একটি টিম।