নিউজ ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম মহানগর শাখার নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী শিবির নেতা মোঃ আরমানকে (২৬) গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
আজ ৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাতকানিয়ার উপজেলার ছদাহা হাঙ্গর রাজঘাটায় নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আরমান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি এলাকার ব্যবসায়ী জালাল আহমেদের পুত্র।
সাতকানিয়া থানা সূত্রে প্রকাশ, আরমান ১০টি মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলাসহ নাশকতার মামলা রয়েছে। তিনি ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় নিজের এলাকাসহ বিভিন্ন স্থানে অঘোষিত রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল।
আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থানার এসআই আক্কাস আলী ও এসআই মোঃ ইয়ামিন সুমনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।