- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়ার রাস্তায় পরিবহণ শ্রমিকরা

242

সারাদেশের ন্যায় লোহাগাড়াও সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। ২৮ অক্টোবর রবিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে ধর্মঘট। লোহাগাড়া শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আরকান নেতা আরিফুর রহমানের নেতৃত্বে সকাল থেকে মহাসড়কে অবস্থান করছেন শ্রমিকরা। আরিফুর রহমান জানান, এই কর্মসূচি তারা বাধ্য হয়ে নিয়েছেন। এই আইনের বেশ কিছু ধারা শ্রমিক স্বার্থের বিরুদ্ধে করা হয়েছে। এর মাধ্যমে পরিবহন শ্রমিকদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এমনিতেই প্রতিমুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় গাড়ি চালান। তার ওপর আবার বিচারের মাধ্যমে মৃত্যুর ঝুঁকি। এ কারণে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পেশা ছেড়ে দেওয়ার চিন্তা শুরু করে দিয়েছেন।

আজ দুপুর ২টায় লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন থেকে ছবিটি তোলা। ছবি ও প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম।