- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লোহাগাড়ার মোস্তফিজুর রহমান কলেজের গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত

images 1

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রামের লোহাগাড়াস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করেছেন লোহাগাড়া সহকারী জজ আদালত। আজ ২৩ অক্টোবর বুধবার (মামলা নং- অপর ১৯০/২০১৯ ইং) আদালত এ সংক্রান্তে স্থগিতাদেশ প্রদান করেন।

জানা যায়, ২৪ অক্টোবর বৃহস্পতিবার কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত এ রায় প্রদান করেন। কলেজের অধ্যক্ষ এ. কে. এম ফজলুল হক পদাধিকার বলে প্রিজাইডিং অফিসার। তিনি ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য গত ২ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল মোতাবেক ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। কলেজের কতিপয় শিক্ষক খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানান। কিন্তু কলেজের অধ্যক্ষ তা আমলে না নিয়ে গত ১৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। এ প্রেক্ষিতে গত ২১ অক্টোবর কলেজের শিক্ষক সাহীদুর রহমান ভুঁইয়া ও বোরহান উদ্দিন আহম্মদ আদালতে অধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত কলেজের অধ্যক্ষকে ২৩ অক্টোবরের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেন।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী তাজুল ইসলাম চৌধুরী। তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবাদীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মিনহাজুল আবরার।