এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় এক পুলিশ কর্মকর্তার বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুদ্র পাড়ায় এ ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তার নাম খোকন কান্তি রুদ্র। তিনি বর্তমানে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

খোকন কান্তি রুদ্র জানান, এলাকায় তার সুনামে ঈর্ষান্বিত হয়ে একদল দুর্বৃত্ত ক্ষতি করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার রাতে বসতঘরের সামনে খড়ের গাদায় অকটেন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে বসতঘর থেকে পরিবারের লোকজন বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ছড়িয়ে পড়লে বসতঘরও পুড়ে ছাই হয়ে যেত। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাবার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।