ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণে হাসপাতাল কর্মচারী দগ্ধ

লোহাগাড়ায় অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণে হাসপাতাল কর্মচারী দগ্ধ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণে নজরুল ইসলাম (৩৫) নামে হাসপাতালের এক কর্মচারী দগ্ধ হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। দগ্ধ নজরুল ওই হাসপাতালের সুপারভাইজার ও সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দ আহমদের পুত্র।

জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলায় অক্সিজেনের খালি সিলিন্ডার থেকে মিটার খুলে নতুন সিলিন্ডারে লাগাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে হাসপাতালের কর্মচারী নজরুল দগ্ধ হন। বিস্ফোরণের বিকট শব্দ ও আগুন দেখে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা দিগবিদিক ছুটাছুটি করেন। হাসপাতালের অন্য কর্মচারী আহত নজরুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অক্সিজেন সিলিন্ডারে তেল, গ্রীস বা অন্য কোনো দূষণ থাকলে দ্রুত অক্সিজেন প্রবাহের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। এছাড়া সিলিন্ডারে খুব দ্রুত ভালভ খোলার ফলে চাপ বেড়ে গিয়ে বিস্ফোরণ হতে পারে।

এদিকে, খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় সংবাদকর্মীদের হাসপাতালের ভেতর প্রবেশ করতে বাধা প্রদান ও রুক্ষ ভাষা ব্যবহার করেন কর্তৃপক্ষ। এতে সংবাদকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কর্মচারী নজরুল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার সম্পূর্ণ দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, সাম্প্রতিক সময়ে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি নিয়ে নানা শঙ্কা দেখা দিচ্ছে। অক্সিজেন নিজে দাহ্য নয়, তবে আগুন, বৈদ্যুতিক স্পার্ক, তেল-চর্বি লেগে যাওয়া, অতিরিক্ত চাপ বা উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই সিলিন্ডারের কাছে ধূমপান বা আগুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ ফেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!