- Lohagaranews24 - https://lohagaranews24.com -

লাশ পারাপার করতে হয় গলা সমান পানিতে নেমে

নিউজ ডেক্স : বাঁশখালীর সর্বদক্ষিণের ইউনিয়ন পুঁইছড়ি। গত দিনগুলোতে কবরস্থানে লাশ পারাপারে ভোগান্তির চিত্র ফুটো উঠলেও আজ শনিবার (২৪ অক্টোবর) আবারো ব্রিজের কারণে ছড়ার গলা সমান পানিতে নেমে লাশ নিয়ে পারাপারের ঘটনা ঘটেছে।

পুঁইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বশিরা বারি নাপিতা বিল কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার জন্য রাস্তা না থাকার কারণে ছড়ার পানিতে নেমে মৃত মনজুর আলমের লাশ নিয়ে যেতে হয় পরিবারের সদস্যদের।

এ ব্যাপারে স্থানীয় মুবিনুল হক মুবিন বলেন, “কবরস্থানে যাওয়ার রাস্তাটিতে ব্রিজ না থাকায় বার বার লাশ পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে।” এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কবরস্থান সড়কটিতে ব্রিজ নির্মাণ করে সাধারণ জনগণের ভোগান্তি লাঘবের জন্য।

উল্লেখ্য, এর আগে এ কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার ভোগান্তির দৃশ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় স্থানীয় জনগণ জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্থক্ষেপ কামনা করলেও কার্যত আজও সেই কবরস্থানে যাওয়ার পথে ব্রিজ নির্মাণ করা হয়নি। দৈনিক আজাদী