Home | দেশ-বিদেশের সংবাদ | রেজাউলের নেতৃত্বে আধুনিক নগর হবে চট্টগ্রাম : সুজন

রেজাউলের নেতৃত্বে আধুনিক নগর হবে চট্টগ্রাম : সুজন

নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে নবনির্বাচিত পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম আধুনিক নগর হবে বলে মন্তব্য করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাটের বাসভবনে নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুজন।

প্রশাসকের সহকারী একান্ত সচিব স্বরূপ কুমার দত্ত রাজু এ সময় উপস্থিত ছিলেন। মেয়রের পাশাপাশি নির্বাচিত সব ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরকেও অভিনন্দন জানান তিনি।  

সুজন বলেন, আগামীতে চট্টগ্রাম একটি সুন্দর, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরে রূপান্তরিত হবে এটাই আমার প্রত্যাশা।  

প্রশাসক বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত চসিক নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বিজিবি, র্যা ব, আনসার ভিডিপিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদও জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও আন্তরিকতার কারণে জানমালের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। এ কৃতিত্বের অংশীদার নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব কর্মকর্তাদেরও অভিনন্দন জানান চসিক প্রশাসক।  

বুধবারের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচন ভোট পড়েছে ২২ শতাংশ।  

২০১৫ সালের ২৮ এপ্রিল চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দীন পেয়েছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র এম মনজুর পান ৩ লাখ ৪৮ হাজার ৩৭ ভোট।

চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হলেও বৈশ্বিক মহামারি করোনা, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে ৬ মাসের জন্য চসিকের প্রশাসককে হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ৬ আগস্ট চসিক প্রশাসকের চেয়ারে বসেন তিনি। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!