- Lohagaranews24 - https://lohagaranews24.com -

রফিকুল মাদানীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেক্স : রফিকুল ইসলাম মাদানীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর।

রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত রফিকুল ইসলাম মাদানীকে গত ৭ এপ্রিল নেত্রকোনা থেকে র‌্যাব-১ এর সদস্যরা আটক করে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন। বাংলানিউজ  

পুলিশের সহকারী পুলিশ কমিশনার জানান, গত ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালতের বিচারক গত ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দু’দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।  

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত ৮ এপ্রিল র‌্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাছা থানায় বিতর্কিত রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওইদিন তাকে আদালতে নেওয়া হলে আদালতের বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন।