- Lohagaranews24 - https://lohagaranews24.com -

মিয়ানমার ফিরেছে ৮ বৌদ্ধ পরিবার

bandarban-01-20190211133956

নিউজ ডেক্স : বান্দরবানের রুমা সীমান্তের ওপারে আশ্রয় নেয়া আট বৌদ্ধ পরিবারের ২৮ জন সদস্য নিজ দেশ মিয়ানমারে ফিরে গেছে। রোববার সন্ধ্যায় তারা মিয়ানমারে ফিরে গেছে বলে জানিয়েছেন বান্দরবানের বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খান।

বিজিবি কর্মকর্তারা জানান, বাকি ৩০টি পরিবার আজ সোমবার অথবা আগামীকালের মধ্যে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারে।

রুমা উপজেলার প্রাংসা ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানান, গত শনিবার প্রথম দফায় ১৬৩ জন এবং দ্বিতীয় দফায় বুধবার ৪০ জনকে নিয়ে আসে আরাকান আর্মির সদস্যরা।

তারা আরও জানান, মিয়ানমারের শান, কাচিন ও আরাকানের বিভিন্ন স্থানে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে। প্রধান সংঘর্ষস্থল হলো শান রাজ্যের পালিতওয়া এলাকা। সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে প্রাণ বাঁচানোর জন্য মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের ২০৩ জনকে বাংলাদেশে নিয়ে আসে আরাকান আর্মি। সংঘর্ষস্থল থেকে প্রায় তিন দিন হেঁটে বান্দরবানের রুমা উপজেলায় আশ্রয় নেয় এই বৌদ্ধরা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং জানান, তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) আমাদের দেশের নাগরিক নয়, এমন কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়া যাবে না।