
গত ৪ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ২৭৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটিতে গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নির্বাচিত হয়েছে।
মিনহাজ গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুক, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, সাতকানিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি শাহিদুল কবির সেলিম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু ছালেহ মোহাম্মদ সান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস. এম. ইউনুচ, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা আ.ন.ম আব্দুল্লাহ বাবলুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, মিনহাজ উদ্দিন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ ঘোনারপাড়ার নুরুল হকের ৩য় পুত্র। বর্তমানে তিনি কক্সবাজার প্রাইভেট টেকনিক্যাল কলেজের অধ্যায়রত। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Lohagaranews24 Your Trusted News Partner