লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানিপুর ডাক্তার আজিজ পাড়ায় ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। সোমবার (২৫ মে) ময়নাতদন্ত শেষে নিহতের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। লাশের খাটিয়ার সামনে অঝোরে কান্না করছে অবুঝ শিশুরা। তাদের সান্তনা দেয়ার মতো কারো কোন ভাষা নেই। মা হারা এ অবুঝ শিশুদের কান্না থামাবে কে ?
নিহত গৃহবধু জিন্না আক্তারের ৫ বছর বয়সী এক ছেলে, ৩ বছর ও ৬ মাস বয়সী দুই মেয়ে রয়েছে। তিনি
ওই এলাকার প্রবাসী নুরুল আলমের স্ত্রী।
ঘটনারদিন সকালে প্রবাসীর স্ত্রীর সাথে দেবর মো. মামুনের কথা কাটাকাটি হয়। এরপর গৃহবধু জিন্না আক্তার আত্মহত্যা করেছে, নাকি হত্যা করা হয়েছে তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর গৃহবধুর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানান চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর। তবে ঘটনার পর থেকে দেবর মামুন পলাতক রয়েছে। ছবি ও প্রতিবেদন LohagaraNews24.com