- Lohagaranews24 - https://lohagaranews24.com -

মামুনুলের ব্যক্তিগত বিষয়ে মন্তব্যে নারাজ হেফাজত আমির

নিউজ ডেক্স : হেফাজতে ইসলামের বিতর্কিত যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না হেফাজতে ইসলাম। রোববার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর মামুনুল হক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘মামুনুলের সাম্প্রতিক ঘটনা তার একান্ত ব্যক্তিগত বিষয়। ’

বাবুনগরী বলেন, বৈঠকে কোনো ব্যক্তির বিষয়ে আলোচনা হয়নি। কাউকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে কোনো কথাও ওঠেনি। এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। বাংলানিউজ

গত ২৬ মার্চের ঘটনার কথা উল্লেখ করে হেফাজত আমির বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ যা হওয়ার হয়ে গেছে। এখন গ্রেফতারের নামে নিরীহ মানুষের ওপর পুলিশি হয়রানি বন্ধ করুন। নির্দোষ মানুষকে কেন এভাবে হয়রানি করা হচ্ছে?

তিনি বলেন, করোনার নামে লকডাউন দিয়ে কোনো মাদ্রাসা বন্ধ করা যাবে না। মসজিদে নামাজ পড়ার অনুমতি দিতে হবে। এ সময় আগামী ২৯ মে হাটহাজারী মাদ্রাসায় ওলামা মাশায়েক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি প্রমুখ।