লোহাগাড়া উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ, পুটিবিলার ডলু ব্রীজ রক্ষা, লোহাগাড়া-লামা সড়কসহ এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কারের দাবীতে গত ২ আগষ্ট বুধবার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের পাশে ভাঙাচোরা লোহাগাড়া-লামা সড়কে মানববন্ধনে অংশগ্রহণ করে পানত্রিশা প্রাথমিক বিদ্যালয় ও বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ছবি ফেসবুক থেকে সংগৃহিত।