- Lohagaranews24 - https://lohagaranews24.com -

ভুয়া খবর বন্ধে গুগল সার্চে পরিবর্তন

google20170428091112

নিউজ ডেক্স : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের সার্চ অপশনে পরিবর্তন নিয়ে আসছে। ভুয়া ও আপত্তিকর খবগুলোকে লুকিয়ে ফেলার ব্যবস্থা করবে গুগল। তবে এসব খবর সার্চ অপশন থেকে মুছে ফেলা হবে না। খবরগুলোকে ‘নিম্নমানের’ খবর চিহ্নিত করে সেগুলোকে অনুসন্ধানী ফলাফলের সবার নিচে পাঠিয়ে দেবে গুগল।

গুগলের পক্ষ থেকে জানানো হয়, খবরের সত্যতা যাতে বজায় থাকে তার জন্যই এই নতুন পন্থা। এটা একটা রিয়েল টাইমের মধ্যেই কাজ করবে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো, সার্চ এর ফলাফলে উগ্রপন্থী কনটেন্ট বা ভুয়া সংবাদ দেখানো নিয়ে কঠিন সমালোচনার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি। সেসময় বিভিন্ন ভুয়া খবর ছড়িয়ে পড়ার কারণেই নতুন এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে গুগলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়িয়েছিল। ভুয়া খবর ঠেকাতে ফেসবুকও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ইতোমধ্যে।