- Lohagaranews24 - https://lohagaranews24.com -

ব্লু হোয়েল গেমের কারণে ভয় পাচ্ছেন? আমাকে মেইল করুন

170506blu-_copy_copy

নিউজ ডেক্স : সম্প্রতি ব্লু হোয়েল গেমের কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। অনেকেই বন্ধুদের কাছে মেসেজ পাঠাচ্ছেন- সাবধান, বাংলাদেশেও পৌঁছে গেছে ব্লু হোয়েল গেম! অনেকে কৌতূহল থেকে জানতে চাইছেন পুরো ব্যাপারটা। কেউ কেউ আতঙ্কও ছড়াচ্ছেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মাসরুফ হোসেন কালের কণ্ঠকে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক অবশ্যই থাকা উচিত। এ গেম সম্পর্কে শুনেছি, এটি এক পর্যায়ে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে ব্লাকমেইলের মাধ্যমে ভিকটিমকে আত্মহত্যায় প্ররোচিত করে। এমন কেউ থেকে থাকেন যে এরকম ব্ল্যাকমেইলের ভয় পাচ্ছেন, আমাকে মেইল করুন। আমি আমার সাধ্যমত পুলিশি পরামর্শ দিয়ে সহায়তা করতে চেষ্টা করব।

তিনি আরও বলেন, সামান্য একটা গেম আমাদের ছেলেমেয়েদের প্রাণ কেড়ে নেবে, এটা কোন কাজের কথা না।

মাসরুফ হোসেনের ইমেইল : mash1874@gmail.com