______ ফিরোজা সামাদ______
বৈশাখী তপ্তরোদে উত্তপ্ত হাওয়া ,
তাপিত প্রাণে মৃত্তিকা গনগনে দগ্ধ,
গাছের পাতারা বিবর্ণ হলুদাভ,
পাখিরা ঝাপটাচ্ছে ডানা…..
একটু শান্তির পরশের অাশে,
সরোবর নির্লিপ্ত উদাস,
প্রাণীকুল ত্রাহি ত্রাহি করে দৌড়াচ্ছে
যে যার গন্তব্যে !!
অার তখনই মেঘ পাঠালো
তার অাগমনী বার্তা ,
অাঁধার ঘনো ছায়ায় শুরু ,
পাগলা ঝড়ো হাওয়া সাথে নিয়ে
নেমে অাসে ধরায়,
পুলকিত ধরণী হেসে ওঠে অলখে,
সরোবরের পানি হয় উদ্বেলিত,
মৃত্তিকা তার ধুলার অাঁচল উড়িয়ে
জানায় স্বাগত !
পাখিরা উড়ে উড়ে প্রফুল্ল চিত্তে …
নাচন ধরে বাতাসের কাঁধে ভর করে !
গাছের শাখায় পত্র পল্লব তাথৈ নৃত্তে
নেচে যায় অাপনমনে প্রিয়ার
পরশ পাওয়ার অাশে !!
ঠিক তখনই মেঘ মল্লারে
রাগ অনুরাগে মেঘের মেয়ে
বৃষ্টি হয়ে নেমে অাসে…….
ফোটায় ফোটায় প্রিয়তমের বুকে !
তাপিত প্রাণে প্রিয়ার ঝরে পড়া ফোটা
চুমে চুমে টেনে নেয় হৃদয়ের অতলান্তে,
সিক্ত হয় তাপিত ধরণীতল !!
বিবর্ণ পল্লব নিমিষেই হয়ে যায়
অপরুপা চকচকে
থেমে যায় পাখিদের কোলাহল
সরোবরের ঢেউ অার বৃষ্টি মেয়ের
অপরুপ মহামিলনে জুড়িয়ে যায়
দু’নয়ন !
মাটি অার মেঘের বিরহ ও মিলনের
অপরুপ খেলায় বিমহিত মনপ্রাণ
স্নিগ্ধ দু’নয়ন পুলকিত তনুমন !!
অাকাশ, মাটি, পাহাড়, মেঘ,
বৃষ্টি, ঝর্না ও সাগর নিরবধি
খেলা করে যায় অবারিত প্রকৃতির সাথে
রঙ বেরঙে অাপন মহিমায় !!!!