______ফিরোজা সামাদ______

ঘুরে দেখলাম সারা বিশ্ব
শ্যামল সবুজ পাইনি ,
দোয়েল কোয়েল শ্যামা ফিঙ্গে
গান কোথাও গায়নি !!
বিলে ঝিলে ঢেউ খেলেনা
শাপলা কলমি দোলেনা,
মেঠোপথে দূর্বাঘাস অার
নামবিহীন ফুল ফোটেনা !!
ঘাসফড়িং অার প্রজাপতি
ভয়ে মেলেনা ডানা,
সব যেনো বিষন্নতায় ভরা
সব কিছুতেই মানা !!
ঘুরে ঘুরে দু’চোখ পুড়ে
ফিরলাম এই বাংলায়,
মন ভড়লো চোখ জুড়ালো
রঙ বেরঙের ছোঁয়ায় !!
বর্ণীলরূপে সাজানো দেখো
অামার বাংলাদেশ,
শ্যামলা মায়ের রাঙা বুকে
কতো রঙের চাষ !!
ময়না টিয়া কোকিল তোতা
কতো পাখি গায়,
সোনালি চিল উড়ছে দেখো
অাকাশ নীলিমায় !!
হলদে পাখি বউ কথা কও
হরেক নামের পাখি,
বাংলা মাকে তাইতো অামি
কতো নামে ডাকি !!
মা হলো জন্মভূমি মাতৃভুমি
সবুজ শাড়ি জড়ানো,
কপালেতে অাছে মায়ের
লাল টিপটি পড়ানো !!
কৃত্রিমতা অার ইট পাথরে
ঝলমলানো অন্যদেশ,
বিধাতার হাতে গড়া অামার
অকৃত্রিম এই বাংলাদেশ !!
