Home | শীর্ষ সংবাদ | বিজয় তুমি এসো আবার

বিজয় তুমি এসো আবার

67

_____মামুন আব্দুল্লাহ্_____

বিজয় তুমি কি এসেছিলে এ দেশে
তবে এতদিন পরেও দেশের মানুষ
আজও কেন তোমায় খুঁজে?

তুমি গিয়েছো কি পথ ভুলে?
না হয় এদেশের জনগণের লাশ
পড়ে থাকে কেন আজও যেখানে সেখানে।

আমার মা বোনদের ক্ষত বিক্ষত দেহ
পড়ে থাকে কেন খালে বিলে?
আমার টাকা কেন রাতের আঁধারে
চলে যায় বিদেশীদের ভান্ডারে।

বিজয় তুমি কি এসেছিলে
এই সবুজের দেশে,
তবে কেন শাসক দল যা খুশী তা করে
কথায় কথায় গণতন্ত্রের মিথ্যে ব্যাখ্যা শিখিয়ে ।

বিজয় তুমি কি এসেছিলে এদেশে
তবে ভয় কেন আজও মানুষের সত্য উচ্চারণে।
হাত রেখে হাতে
সবাই কেন পারেনা এক হতে,
শুধু বিরোধিতার তরে
কিছু মানুষ কেন কথায় কথায় বাঁধা দেয়
দেশের উন্নয়নে!

শুনেছি কত শহীদের রক্তের বিনিময়ে
এ দেশে তুমি এসেছিলে
তবে আজও কেন মানুষ ঘুমায়
গাছের নিছে ফুটপাথে।

স্বাধীনতার স্বপ্ন স্বাদ! অধরাই বুঝি থেকে যাবে
গুটিকয়েক দুর্নীতিবাজ অমানুষের দাপটে?

বিজয়!আবার তুমি এসো
সত্যিকারের বিজয়ের বেসে
এসো আবার এই বাংলাদেশে।
আর নয় হানাহানী
অনেক হয়েছে,,,,,
দেশ টা কে গড়ুন এবার
মনে প্রাণে ভালোবেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*