Home | অন্যান্য সংবাদ | বাংলাদেশের মানুষদের সমর্থনে গর্বিত আর্জেন্টিনা কোচ স্কালোনি

বাংলাদেশের মানুষদের সমর্থনে গর্বিত আর্জেন্টিনা কোচ স্কালোনি

নিউজ ডেক্স : বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষদের উম্মাদনার খবর এখন ছড়িয়ে পড়েছে সবখানে। বিশ্ব মিডিয়ায়ও এসব নিয়ে আলোচনা হচ্ছে। খবর পৌঁছে গেছে আর্জেন্টিনা শিবির পর্যন্ত।

ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত-সমর্থক সবচেয়ে বেশি এই দেশে। এর মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে মাতামাতিটা একটু বেশি। এখন এমন আলোচনাও হয়, আর্জেন্টিনার চেয়েও বাংলাদেশে তাদের সমর্থক বেশি কিনা।

এই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে হাজার হাজার দর্শকের খোলা মাঠে বড় পর্দায় খেলা দেখার ছবি ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়। এসব নিয়ে এতটাই আলোচনা হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) পর্যন্ত টুইট করে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের। এবার বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থনের প্রসঙ্গ তুললে মেসিদের কোচ বলেন, ‘আমি রোমাঞ্চিত। অনুভূতি, অনুভূতিটা হচ্ছে, অনেক আগে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত।’

‘আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, অনেক কিছু হতে পারে। অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ’-বলেন আর্জেন্টাইন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!