নিউজ ডেক্স : বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় দুই মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি রঙ্গিয়া ঘোনার মুজফফর আহমেদের মেয়ে শাহেদা আক্তার (১৪) ও মৃত নুরুল আলমের মেয়ে মোর্শেদা বেগম (১৫)। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী-পেকুয়া সড়কের মনসুরিয়া বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার এসআই মো. বেলাল হোসেন জানান।
তিনি বলেন, বাড়ি থেকে হেঁটে রঙ্গিয়া ঘোনা দাখিল মাদরাসায় যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহেদা মারা যায়। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোর্শেদাও মারা যান। পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক শামীম আশরাফকে আটক করেছে বলে জানিয়ে এসআই বেলাল বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে।