Home | দেশ-বিদেশের সংবাদ | বন্ধ হয়ে যাচ্ছে ‘নরকের দুয়ার’!

বন্ধ হয়ে যাচ্ছে ‘নরকের দুয়ার’!

আন্তর্জাতিক ডেক্স : পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা করে অবশেষে বন্ধ করে দেওয়া হচ্ছে তুর্কমেনিস্তানের বিশাল অগ্নিকূপটি, যা ‘নরকের দুয়ার’ নামে পরিচিত।  

বিবিসি জানিয়েছে, তুর্কমেনিস্তানের মরুভূমিতে থাকা ‘নরকের দুয়ার’ নামে পরিচিত বিশাল ওই অগ্নিকূপ নিভিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।অগ্নিকূপটি মূলত জমে থাকা গ্যাসের একটি গর্ত। কয়েক দশক ধরে এটি জ্বলছে।কারাকুম মরুভূমিতে ‘দারভাজা’ নামের এই কূপ ঘিরে আছে নানা রহস্য।  

পর্যটকদের অন্যতম আকর্ষণ এই কূপটি বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে পরিবেশ ও জনস্বাস্থের বিষয়টি সামনে আনা হয়েছে। একই সাথে গ্যাস রপ্তানি বাড়ানোর জন্যই এটি বন্ধ করে দিতে চান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলী বার্দিমুহামেদা।

বলা হয়ে থাকে, ১৯৭১ সালে সোভিয়েত সামরিক মহড়ার সময় এটি সৃষ্টি হয়। তবে অনেকেই গবেষণা করে কূপটি সৃষ্টির কারণেউদঘাটন করতে পারেননি।  

স্থানীয় ভূ-তাত্ত্বিকরা বলেন, বিশাল গর্তটি ১৯৬০ এর দশকে তৈরি হয়েছিল। আর তাতে আগুন জ্বলে ওঠে ১৯৮০-এর দশকে। এর আগেও ওই কূপের আগুন নেভানোর জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে। প্রেসিডেন্ট আগুন নেভানোর উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। ২০১০ সালেও তিনি একই নির্দেশ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!