লোহাগাড়া উপজেলায় ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে লোহাগাড়া সদর ইউনিয়ন ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে জয় পেয়েছে আমিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার সদরের ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪ টায় টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাশেম, এডভোকেট এহেসানুল হক, আবু সাঈদ চৌধুরী টিটু , উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদ, এম এ আজিজ, আনোয়ার হোসেন মিছবাহ, হারেছ কোম্পানি, ফারুকুর রশিদ শিমুল প্রমুথ।
খেলায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক লিয়াকত আলী চৌধুরী।