Home | দেশ-বিদেশের সংবাদ | পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলায় ৩ জনকে জরিমানা

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলায় ৩ জনকে জরিমানা

নিউজ ডেক্স : পদ্মা সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তোলার অভিযোগে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুন) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান তিনটি গাড়িতে থাকা তিনজনকে ১৫শ টাকা জরিমানা করেন।

অভিযুক্তরা হলেন- যশোরের বাবনাতলা গ্রামে বুলবুল হোসেনের ছেলে জুয়েল (৩০), ঢাকার উত্তরা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (৩০) এবং শরীয়তপুরের জাজিরার জালাল উদ্দিনের ছেলে মোকলেন মিয়া (৪৫)।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ওয়াসিম মাতুব্বর জানান, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা বহুমুখী সেতুর ওপর গাড়ি পার্কিং করে ছবি তোলেন তিনজন। এমন অভিযোগের ভিত্তিতে তাদের জরিমানা করা হয়েছে। যেহেতু পদ্মা বহুমুখী সেতুর ওপর ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আগামীতে কেউ এমন অপরাধ করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!