- Lohagaranews24 - https://lohagaranews24.com -

পদুয়া ঠাকুরদিঘী এলাকায় খালেদা জিয়ার গাড়ির চাকা পাংচার

bg20171029161825

নিউজ ডেক্স : কক্সবাজারে যাত্রাপথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ায় প্রায় ২৫ মিনিট মহাসড়কে থমকে ছিল বহর। তবে দ্রুত চাকা বদলে সচল করা হয়েছে গাড়িবহরের যাত্রা।

রোববার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদিঘী এলাকায় ছোট দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি। এসময় বহরের অন্যান্য গাড়িও থেমে যায়। মহাসড়কের আশপাশজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

তবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা দ্রুত ত্রুটি সারিয়ে নেন। গাড়ির পেছনের দুটি চাকা বদলানো হয়। বিকেল ৪টার দিকে গাড়িবহর কক্সবাজারের দিকে এগুতে শুরু করেছে।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টা ২৭ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া।

খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। সেখানে একটি জনসভায় অংশ নিয়েছিলেন। তখনও ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রাম এসেছিলেন। সার্কিট হাউসে রাতযাপন করে পরদিন কক্সবাজার গিয়েছিলেন।