
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার সংরক্ষণ করায় দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, ইউনিয়নের নয়া পাড়ার নুর আহমদ চৌধুরীর পুত্র মো. পারভেজ (২২) ও একই এলাকার কাসেম আলীর পুত্র মো. মোস্তাফিজ (৫০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন জানান, ভোটকেন্দ্রে ব্যালট পেপার সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পারভেজকে এক বছর ও মোস্তাফিজকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
