- Lohagaranews24 - https://lohagaranews24.com -

নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না : মাহবুব তালুকদার

image-173772-1545550909

নিউজ ডেক্স : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের বিবেচনায় রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী কর্মকর্তা ও ভোটারদের উদ্দেশে ৪টি বার্তায় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের সামনে লিখিত বার্তা পাঠ করেন মাহবুব তালুকদার। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি কোনো প্রশ্ন নেবো না, কারও প্রশ্নের উত্তরও দেবো না। ফলে সাংবাদিকরা তাকে কোনো প্রশ্ন করার সুযোগ পাননি।

‘আমার বার্তা’ শিরোনামে দেয়া লিখিত বার্তা মাহবুব তালুকদার বলেন, জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। স্বাধীনতার ৪৭ বছর পর একটি সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন না করতে পারলে এই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ বৃথা যাবে। আমরা তা হতে দিতে পারি না।

এক. নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এ ছাড়া, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্ব সভায় আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।

দুই. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলছি- অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন। নিজেদের পোষাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন।

তিন. রিটার্নিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বলছি- জাতির ক্রান্তিকালে আপনারা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। বিবেক সমুন্নত রেখে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। কোনো কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না।

চার. ভোটারদের বলতে চাই- নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। আপনার ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ। মনে রাখবেন, এবারের নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন। এবারের নির্বাচন আগামী প্রজন্ম ও আপনার সন্তানের সুন্দর ভবিষ্যত নির্মাণের নির্বাচন।

এর আগেও কমিশন বৈঠকে একাধিকবার নোট অব ডিসেন্ট (ভিন্নমত পোষণ) দিয়ে আলোচনায় আসনে তিনি। কমিশনের কয়েকটি বৈঠকে সিইসিসহ অন্যান্য কমিশনার বিভিন্ন বিষয়ে একমত হলেও তিনি তাতে সায় দেননি।

এর আগে তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই। পরে তার এ কথার বিরোধিতা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি ঢাকার বাইরে এক অনুষ্ঠানে বলেন, ‘মাহবুব তালুকদার মিথ্যা কথা বলেছেন।’

সিইসির এই বক্তব্যের প্রতিবাদ করেন তিনি। এভাবে অন্যান্য কমিশনারদের সঙ্গে তার মতবিরোধী প্রকাশ্য হয়ে উঠে। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত বর্তমান কমিশনারদের মধ্যে তাকে বিএনপি মনোনিত করেছিল।