নিউজ ডেক্স : দোহাজারী হাইওয়ে থানা “সেপ্টেম্বর মাসে” মাদক উদ্ধারে প্রথম স্থান অর্জন করায় বরাবরের মতো শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে। গত ১০ নভেম্বর শনিবার কুমিল্লায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মে মাসে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হওয়ায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর কাছ থেকে ‘স্বীকৃতি স্মারক’ গ্রহণ করছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ মাসেও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ ইউনিট’র স্বীকৃতি স্মারক পেয়েছে দোহাজারী হাইওয়ে থানা।