নিউজ ডেক্স : চট্টগ্রামে দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর এই দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামানসহ তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুই সন্ত্রাসী নগরীর পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের নেতা বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম ফরিদ ও ইউসুফ। রবিবার গভির রাতে খুলশী থানার আমবাগান এলাকায় পূবালী মাঠসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটেছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের উপস্থিতির খবর পেয়ে আমরা তাদের ঘিরে ফেলি। তারা প্রথমে আমাদের ওপর গুলি ছোড়ে। আমরাও পাল্টা গুলি চালাই।
পরে ঘটনাস্থল থেকে আমরা ফরিদ ও ইউসুফ নামে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক, ৫ রাউন্ড গুলি, রামদা, চাপাতি, কিরিচ উদ্ধারের কথা জানিয়েছেন এডিসি হুমায়ুন।