এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু জাফর চৌধুরীর ছোট ভাই সমাজসেবক ও রাজনীতিবিদ আবু খালেদ চৌধুরী (৫০) আর নেই। ৩ মার্চ রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
তিনি আধুনগর রূপবান পাড়ার মরহুম আলতাফ হোসেন চৌধুরী প্রকাশ আলতাফ মিয়ার ৪র্থ পুত্র। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

একই দিন বাদ জোহর লোহাগাড়া উপজেলা সদরের জমিদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আবু খালেদ চৌধুরী ছাত্রদল ও বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।