- Lohagaranews24 - https://lohagaranews24.com -

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ

নিউজ ডেক্স : আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের মধ্যে বাড়ির বাইরে যাওয়া যাবে না বলে জানিয়েছে সরকার। করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন ঘোষণার বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।

শুক্রবার (২৫ জুন) রাতে পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে কঠোর লকডাউনের সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলানিউজ

এতে আরও জানানো হয়, জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।