নিউজ ডেক্স : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে পুনরায় সরকারে থাকায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৯ জানুয়ারি (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। গতকাল বৃহস্পতিবার নবনির্বাচিত ২৯১ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। এছাড়া নির্বাচনে জয়ের পর বিজয় মিছিল করেনি বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।