______নাছির উদ্দিন______
ফি নিয়ে নাও দেখার আগে
রিচিভসনে বসে,
হাজার টাকা আদায় করে
লিখে দিলে কষে।

বড্ড একটি ফাইল লিখিয়ে
ধরিয়ে দিলে হাতে,
সব পরিক্ষার নাও কমিশন
ডিউটি শেষে রাতে।
রিপোর্ট দেখে পাওনা যখন
কোনো রোগের খোঁজ,
ভিটামিনের সিরাপ দিয়ে
বলো খাইয়ো রোজ।
কদিন পরে আইসো আবার
জটিল রোগের ভাব,
টাকাপয়সার সমস্যা নেই
আগামী বারে হাফ।
সাইন বোর্ডে লিখে দিলে
নানান রকম পাস,
নিত্য দিয়ে যাচ্ছো কষে
রোগীর পিছে বাঁশ।
সেবার নামে পকেট ছেদন
আদায় করো ফি!
পোশাক সাদা গায়ে কাদা
ছিঃ ডাক্তার ছিঃ