নিউজ ডেক্স : চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ চৌধুরীকে মারধর ও লাঞ্চিত করার ঘটনায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (০৪ এপ্রিল) রাতে অধ্যক্ষ ড. জাহেদ বাদী হয়ে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-০৩।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ নগরীর চকবাজার এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞাত কলেজে বহিরাগতদের নিয়ে প্রবেশ করে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে তাকে কিল ঘুষি মারে। এসময় তাকে শারীরিকভাবেও লাঞ্চিত করা হয়। এঘটনায় কলেজ থাকা সিসি টিভির ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চট্টগ্রামসহ দেশব্যাপী নিন্দার ঝড় উঠে।