এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৫১তম ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী সোমবার (১৮ অক্টোবর) শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (১৫ অক্টোবর) সকালে সীরতের স্থায়ী কার্যালয় শাহ্ মঞ্জিলে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় করেন কর্তৃপক্ষ।
সভায় সভাপতিত্ব করেন সীরত মাহফিল মতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সীরত মাহফিলের নির্বাহী কমিটির সভাপতি শাহজাদা আবুল কালাম ইবনে দিনার নাজাত, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সীরত মাহফিলের খাদেম শেহজাদুল হক, আরিফুল ইসলাম ও জাহেদুর রহমান।
বক্তারা বলেন, ৫১তম মাহফিলে এবারের বাজেট ২ কোটি ৭৫ লাখ টাকা। মাহফিলে সীরতপ্রেমী সকলকে প্রতিদিন উপস্থিত থেকে আলোচনা শ্রবণ করার আহবান জানানো হয়েছে। আগামী ৫ নভেম্বর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।