Home | ব্রেকিং নিউজ | চবির ভর্তি পরীক্ষায় আবেদন ১ লাখ ৯৫ হাজার

চবির ভর্তি পরীক্ষায় আবেদন ১ লাখ ৯৫ হাজার

নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৯২টি। শুক্রবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিটে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়।

তবে মোট আবেদনের মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী এখনও আবেদন ফি জমা দেননি। যা ১১ মে রাত ১২টা পর্যন্ত জমা দিতে পারবেন। এর আগে গত ১২ এপ্রিল থেকে শুরু হয় ভর্তির আবেদন।  

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন বলেন, এবছর ১ লাখ ৯৫ হাজার ৭৯২টি আবেদন জমা পড়েছে। যা অন্যান্যবারের তুলনায় বেশি। বিশ্ববিদ্যালয়ে ৪টি ইউনিট ও ২টি উপ ইউনিটে মোট  আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। বাংলানিউজ 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষার আবেদন পক্রিয়ায় ‘এ’ ইউনিটে ৭০ হাজার ২০৭ জন, ‘বি’ ইউনিটে ৪৫ হাজার ৭৯২, ‘বি-১’ উপ-ইউনিটে ৩ হাজার ৪১৫, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ২৭১, ‘ডি’ ইউনিটে ৫৭ হাজার ৮৯ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ৫ হাজার ১৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!