- Lohagaranews24 - https://lohagaranews24.com -

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ স্থগিত

cu20161128152738

নিউজ ডেক্স : কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে।

সোমবার দুপুরে অবরোধ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন দিয়াজের অনুসারী ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুন।

তিনি জানান, তাদের অন্যতম দাবি সহকারী প্রক্টর আনোয়ার চৌধুরীকে প্রক্টোরিয়াল বডি থেকে সাময়িক অব্যহতি দেয়ায় অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, সুষ্ঠু তদন্তের স্বার্থে সহকারী প্রক্টর আনোয়ার চৌধুরীকে তার পদ থেকে সাময়িক অব্যহতি দেয়ার আদেশ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এর আগে সচেতন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শনিবার রাতে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় দিয়াজ অনুসারীরা।

প্রসঙ্গত,  গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকার নিজ বাসায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ঘটনার দুদিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয় আত্মহত্যার ফলে শ্বাসরোধে দিয়াজের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।