- Lohagaranews24 - https://lohagaranews24.com -

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাতসহ ১০ জন আটক

bg-120180208140351

নিউজ ডেক্স : চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনসহ অন্তত ১০ নেতা-কর্মীকে আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে অবস্থান নিলে পুলিশ তাঁদের আটক করে।

পুলিশের অভিযোগ, নাসিমন ভবন চত্বরে অবস্থানকারীরা পুলিশের ওপর বিনা উসকানিতে ঢিল ছোড়েন। তাই পুলিশ বিএনপির অবস্থান ছত্রভঙ্গ করে অন্তত ১০ জনকে আটক করেছে।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বন্দরনগর চট্টগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপি নাসিমন ভবন চত্বরসহ নগরের সাতটি মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও বিএনপির কাউকে রাস্তায় দেখা যায়নি। তবে শাহাদাত হোসেনের নেতৃত্বে বিএনপির ৩৫-৪০ নেতা-কর্মী আজ সকালে নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কের ফুটপাতে প্রথমে অবস্থান নেন। পুলিশি তৎপরতার কারণে ফুটপাত ছেড়ে দলীয় নেতা-কর্মীরা নাসিমন ভবনের চত্বরে চলে যান।

আজ বেলা পৌনে দুইটা পর্যন্ত প্রায় শান্তিপূর্ণ পরিবেশে নাসিমন ভবন চত্বরে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি চলছিল। হঠাৎ করে বিএনপির জটলা থেকে কে বা কারা পুলিশের দিকে কয়েকটি ঢিল ছোড়ে। এরপর পুলিশ মারমুখী হয়ে নেতা-কর্মীদের প্রথমে লাঠিপেটা এবং এরপর ধরপাকড় শুরু করে। পুলিশের লাঠিপেটায় নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির নেতা-কর্মীরা নিজেদের অবস্থান কর্মসূচি থেকে বিনা উসকানিতে পুলিশের ওপর ঢিল ছোড়ে। এতে কয়েকজন পুলিশ আহত হন। এরপর পুলিশ অ্যাকশনে গিয়ে শাহাদাত হোসেনসহ ১০-১২ জনকে আটক করেছে।

আজ পুলিশের অভিযানের পর নাসিমন ভবন চত্বর বিএনপি নেতা-কর্মীশূন্য হয়ে পড়েছে। নগরের আর কোথায় বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি দেখা যায়নি। যদিও নাসিমন ভবন চত্বর ছাড়াও নগরের তিনটি প্রবেশপথসহ ছয়টি মোড়ে দলীয় নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার কথা ছিল।

এদিকে নগরের তিনটি প্রবেশপথসহ অন্তত ১৭-১৮টি মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রচার করছেন। নগরের বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধুর ভাষণের ফাঁকে ফাঁকে আওয়ামী লীগের দলীয় নেতাদের বিএনপি-জামায়াতবিরোধী বক্তব্য দিতে দেখা গেছে। বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরের বিভিন্ন মোড় এবং রাজপথ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে থাকতে দেখা গেছে। -প্রথমআলো