
এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদ ঢাকার আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ উদ্দীন খান।
৬ লেন বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে চট্টগ্রাম জর্জ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি নাদিম চৌধুরী, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন মিজান, এডিপি নেতা নাছির উদ্দীন, শাহজাহান মন্টু, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, যুগ্ম-সমন্বয়কারী রিদওয়ান রাইহান, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম সাগর, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী, ডাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন, যুবনেতা মিজানুর রহমান ও সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়নের দাবি শুধু একটি সড়কের নয়, এটি মানুষের জীবন, অর্থনীতি ও নিরাপত্তার প্রশ্ন। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করা কালো পিচঢালা এ সড়ক প্রতিনিয়ত মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে। দেশের অন্যতম ব্যস্ততম এ সড়ক অপ্রশস্ত হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
বক্তারা আরও বলেন, পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করতে এ মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে এ মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner