- Lohagaranews24 - https://lohagaranews24.com -

চট্টগ্রামে পাঁচ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

chittagoan1-md20161227184741

নিউজ ডেক্স : খাদ্য পণ্যে ভেজাল ও ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সানজিদা শরমিন এই জরিমানা আদায় করেন।

অভিযানকালে হালিশহর থানাধীন হালিশহর হাউজিং এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে গাউসিয়া বেকারিকে ১০ হাজার টাকা, সরাইপাড়া এলাকায় ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় লাক্সারী বেকারি, এসেট হিলমার্স ও জিসান ক্রোকারিজকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া নিউ নকশি জুয়েলার্সকে এক হাজার এবং মোটরজান আইন ১৯৮৩ এর ১৩৮ ও ১৪৩ ধারায় মোহাম্মদ পারভেজ নামের এক ব্যক্তিকে ১ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা, কর্মচারীগণ, হালিশহর থানা এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।