- Lohagaranews24 - https://lohagaranews24.com -

চট্টগ্রামে নতুন আক্রান্ত ১৯৪ জন

নিউজ ডেক্স : করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৯৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২৪৪ জন। এছাড়া করোনা পজেটিভ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সকালে পাওয়া তথ্যমতে, কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের চারটি ল্যাবে ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০টি বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২৭৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২০৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১২৯টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করা হয়। তবে আজও (রোববার) ইম্পেরিয়াল হাসপাতালের রিপোর্ট পাওয়া যায়নি।

নমুনা পরীক্ষায় চবিতে ১৮ জন, বিআইটিআইডিতে ৯৭ জন, চমেকে ৬২ জন, সিভাসুতে ১৬ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ল্যাবসহ চারটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৯৪ জনের। এদের মধ্যে ১২৮ জন চট্টগ্রাম নগর এবং ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, চট্টগ্রামে করোনায় মারা যাওয়া ২ জনের মধ্যে একজন মহানগর এবং অন্যজন উপজেলার বাসিন্দা। একই দিন আরও ৫০ জন সুস্থ হয়েছেন। বাংলানিউজ