নিউজ ডেক্স : বাংলা পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ৫ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। ১ হাজার ২৩৯টি বিদ্যালয়ের এসব শিক্ষার্থীর মধ্যে ৯১ হাজার ৯৪ জন ছাত্র এবং ১ লাখ ১৪ হাজার ৪৪৩ জন ছাত্রী।

এর মধ্যে নগরসহ চট্টগ্রাম থেকে ৭৭৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪১ হাজার ৫৪ জন, কক্সবাজার থেকে ১৮০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ হাজার ৮২৩ জন, রাঙামাটি থেকে ১২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ৮১০ জন, খাগড়াছড়ি থেকে ১০১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ৪৭০ জন এবং বান্দরবান থেকে ৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান সাংবাদিকদের জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের ২২৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে ১০টি ভিজিলেন্স টিম মাঠে রয়েছে।