নিউজ ডেক্স : ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সাতদিন সময় বাড়ানোয় শিক্ষার্থীরা ২ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। তবে এর জন্য দিতে হবে বিলম্ব ফি।
এ সময়ের মধ্যে বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরম পূরণের সময় আর বৃদ্ধি করা হবে না। বিলম্ব ফিসহ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এ সময়ের মধ্যে বাদপড়া শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
সূত্র : বাসস।