নিউজ ডেক্স : চকরিয়ার মাতামুহুরী ব্রিজ সংস্কারের জন্য চারদিন নির্দিষ্ট সময়ে সব ধরণের যানচলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। আগামী ২৮ থেকে ৩১ মে পর্যন্তব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া।

তিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলা চকরিয়া মাতামুহুরী সেতুর জরুরী মেরামত কাজ করা হবে। মেরামত কাজে আগামী ২৮ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রাত ১২টা হতে ভোর ৬টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকিবে। মেরামতকালীন সময়ে বিকল্প সড়ক একতা বাজার-পেকুয়া-ঈদমনি- চকরিয়া কক্সবাজার এবং আনোয়ারা-বাশখালী-পেকুয়া-চকরিয়া সড়ক দিয়ে চলাচল করার জন্য অনুরোধ করেছেন। ঝুকিপূর্ণ সেতুটির জরুরী মেরামত কাজের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া।
