Home | ব্রেকিং নিউজ | গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধার মুখে রণাঙ্গনের গল্প শুনল শিক্ষার্থীরা

গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধার মুখে রণাঙ্গনের গল্প শুনল শিক্ষার্থীরা

image_printপ্রিন্ট করুন

71846429_2451444188437280_6029344844688654336_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক সাক্ষাতকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকালবেলা বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মুক্তিযোদ্ধার মুখে রণাঙ্গনের গল্প শুনল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছালাম মাষ্টার ও মোস্তফিজুর রহমান মাষ্টার।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার ছাবের আহমদ, সমশুল আলম ও পুটিবিলা ইউপি মেম্বার মোঃ ইসহাক প্রমুখ। সাক্ষাতকার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের দু’শিক্ষক সমশুল ইসলাম ও মোশারেশ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!