- Lohagaranews24 - https://lohagaranews24.com -

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসকসহ ৫ জনকে শোকজ

bg20190713204753

নিউজ ডেক্স : অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুই চিকিৎসকসহ ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ওই চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকসহ ৫ জনকে অনুপস্থিত পান। এরপর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুচেতা দে ও ডা. সুপ্রিয়া দাশ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি জাকির হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর শাহ ইমরান, গাড়ী চালক আতাউল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি চিকিৎসকসহ ৫ জন কর্মস্থলে যোগদান করেননি। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দিই।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে সড়ক দুর্ঘটনার হার অত্যন্ত বেশী। তাছাড়া, চলমান ভারী বর্ষণের কারনে ডায়রিয়া, সাপে কাঁটাসহ অন্যান্য পানিবাহিত রোগীর চিকিৎসা সেবায় এ উপজেলার চিকিৎসক কর্মকর্তাগণের সার্বক্ষনিক উপস্থিতি অত্যন্ত জরুরি। এরকম গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের অননুমোদিত অনুপস্থিতির বিষয়টি দুঃখজনক।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় চিকিৎসকসহ ৫ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার চিকিৎসকসহ ৫ জন অনুপস্থিতি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। -বাংলানিউজ