নিউজ ডেক্স : চন্দনাইশে কবরস্থানের জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভার উত্তর দিয়াকুল মাস্টারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় উভয় পক্ষের ৪/৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম পাওয়া যায়নি। -দৈনিক আজাদী

স্থানীয়ভাবে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্টারঘোনা এলাকার কবরস্থানের জায়গা দখল করে গোয়ালঘর নির্মাণের চেষ্টা করে মৃত আবদুল খালেকের পরিবার। এতে এলাকাবাসী বাধা দিলে দু’পক্ষের মধ্যে ঝগড়া ও এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১১ জনকে আটক করে।
আটককৃতরা হলো মৃত আবদুল খালেকের স্ত্রী লায়লা বেগম (৫০), ছেলে নুরুল মোস্তফা প্রকাশ গুরাইয়া (২৬), মৃত ইয়াকুব আলীর স্ত্রী বানু আকতার (৩৫), মৃত সামসুদ্দিনের স্ত্রী রহিমা আক্তার (৩৫), তার মেয়ে উর্মি আক্তার (১৬), মৃত বজল আহমদের ছেলে আকতার হোসেন (৪০), মৃত আমিন শরীফ কমান্ডারের ছেলে মো. মিজান (২৯), হাবিবুর রহমানের ছেলে রমজান আলী (২৫), আবুল কাশেমের ছেলে সামশুল আলম (২৮), মৃত সাছি মিয়ার ছেলে নুর শফি (৫০), মৃত হাজী নজু মিয়ার ছেলে মো. নুরুল আজিম (৪৫)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্ত্তী ঘটনার সময় উভয়পক্ষের ১১ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধৃত সকলকে আজ শনিবার (২৮ ডিসেম্বর) ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।’